সাংগ্রামিকের প্রতিবেদনঃ সমাজের অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন হুগলি র খানাকুলের ঘোষপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত হিফজুল কুরআন নাবাবীযা আজিজিযা সিনিয়র মাদ্রাসা।
![]() |
খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ছবিঃনিজস্ব |
অসহায় দুঃস্থ মানুষের মধ্যে ছোলা, চিনি,সিমুই,নারকেল, শোসা,কলা,তরমুজ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও ইফতার সামগ্রী তুলে দেন খানাকুল ব্লক সভাপতি অভিজিত্ বাগ, থানার মেজবাবু চৈধুরী মোজাহার হোসেন, স্থানীয় প্রধান হায়দার আলী,আলিযা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা আবদুস সবুর কাসেমী, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কাজী মিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী সেখ জাহির উদ্দিন, সেখ হাসিবুল হক, সেখ সাহাবুদ্দিন আহমেদ,আলহাজ মাসুদ রহমান চৈধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পবিত্র রমজান মাসে মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে মহান স্রষ্টার দরবারে বিশ্ব শান্তি মানব কল্যাণে র জন্য দোয়া চাওয়া হয়। এদিন 500জন মানুষকে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মাদ্রাসা র এই উদোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
0 Comments