এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

বড়া তেলিয়ার মোড়ে নতুন বাস স্টপেজ, দাঁড়াচ্ছে না বাস! কলকাতা গামী বাস চালুর দাবি যাত্রীদের। Sangramik


বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশজুরে চলছে পঞ্চম দফার লকডাউন। যার নাম দেওয়া হয়েছে ‘আন লক-১’। সরকারী নির্দেশিকায় স্বাস্থ্যবিধি মেনে খুলেছে বিভিন্ন অফিস, দোকান, বাজার। চাকরী ও পেটের টানে যেতে হচ্ছে কাজে। যদিও এখনও পর্যন্ত চালু হয়নি লোকাল ট্রেন। ফলে সধারন মানুষকে গন্তব্যে পৌঁছাতে পোহাতে হচ্ছে ভোগান্তি। সাধারন মানুষের ভোগান্তি কমাতে সরকারী উদ্যোগে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বাস পরিষেবা। প্রসঙ্গত, কিছুদিন আগেই হরিপাল, কামারকুন্ডু, তারকেশ্বর থেকে বেশ কয়েকটি নতুন বাসের উদ্বোধন হয়েছে। 

বড়া তেলিয়ার মোড় বাস স্টপেজ। ছবি-নিজস্ব।

হুগলীর সিঙ্গুর থানার বড়া তেলিয়ার মোড়ে বাসের স্টপেজ করা হয়েছে। টাঙানো হয়েছে নির্দিষ্ট টাইম টেবিলও। বড়া তেলিয়ার মোড় বাস স্টপেজে হরিপাল, কামারকুন্ডু, তারকেশ্বর থেকে কলকাতাগামী বাস দাঁড়াবার কথা। সময়সূচী অনুযায়ী, বড়া বাস স্টপেজে কামারকুন্ডু থেকে আগত বাস দাড়াবে সকাল ৮:২৩ ও ৮:৫৩,হরিপাল থেকে আগত বাস দাড়াবে সকাল ৮:৪৩ ও ৯:১২ এবং তারকেশ্বর থেকে আগত বাস দাড়াবে সকাল ৮:৫৫ ও ৯:২৩ মিনিটে।

বাস দাঁড়ানোর সময় সূচী। ছবি-নিজস্ব।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অধিকাংশ বাসেরই সিট ভর্তি, ফলে যাত্রীরা হাত দেখালেও দাঁড়াচ্ছে না বাস। বাসের জন্য অপেক্ষারত যাত্রী আবুল হোসেন জানালেন, বাস স্টপেজ করা হয়েছে ঠিকই, কিন্তু বেশীর ভাগ বাসই স্টপেজে দাঁড়াচ্ছে না।আর এক যাত্রী জানালেন,অফিসে যাবার জন্য টিফিন নিয়ে আসছি, আবার বাস না পেয়ে সেই টিফিন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। বলাবহুল্য, অফিস যাত্রী যারা বাস ধরার জন্য বড়া বাস স্টপেজে আসছেন বাস না পেয়ে রীতিমতো হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বাড়ি।
বাসের জন্য অপেক্ষা যাত্রীদের। ছবি-নিজস্ব


এ বিষয়ে কথা বলার জন্য হরিপালের বিধায়ক বেচারাম মান্নাকে একাধিবার ফোন করেও কোন সাড়া মেলেনি।


ছবি-নিজস্ব।


যাত্রীরা  অভিযোগ করছেন, বাস যখন দাঁড়াচ্ছে না তখন বাস 

স্টপেজ করার মানে কি? সেই সঙ্গে তারা দাবীও তুলেছেন বড়া তেলিয়ার মোড় থেকে কোলকাতা গামী বাস পরিষেবা চালু হোক। উল্লেখ্য, গত ২২শে জুন হরিপালের গজারমোড় ও চন্ডিতলার কলাছড়া থেকে নতুন বাস চালু হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে সরকারীভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। বড়া তেলিয়ার মোড় বাস স্টপেজ থেকে কলকাতাগামী নতুন বাস পরিষেবা চালু হয় কিনা এখন সেটাই দেখার।

Post a Comment

0 Comments