নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বেগমপুর-১ শাখার সম্পাদক কমরেড রতন দত্ত। জানা গেছে, ব্লাড সুগার ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ৭ সেপ্টেম্বর সোমবার রাত ১১টায় স্থানীয় রোটারি ভিলেজ হেলথকেয়ার সেন্টারে তিনি প্রয়াত হন। আজ কালিপুর শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, দুইপুত্র, পুত্রবধু, নাতি-নাতনি আত্মীয় পরিজনসহ বহুগুনগ্রাহী ।
কমঃ রতন দত্ত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বেগমপুর-১ শাখার সম্পাদক, সারা ভারত কৃষক সভার চন্ডিতলা ২ ব্লক কমিটির অন্যতম সহ সভাপতি, বেগমপুর অঞ্চল কৃষক সভার সম্পাদক, চন্ডিতলা ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ও বেগমপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য। রতন দত্তের আকষ্মিক চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না কেউই। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া এলাকায়।
ছবিঃ সংগৃহিত। |
কমঃ রতন দত্ত ছিলেন মানব সেবায় নিবেদিত প্রান। মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াতেন। তাই সকলের কাছেই ছিলেন অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন। আজ বেগমপুর শহীদ স্মৃতি ভবনে কমঃ রতন দত্তের প্রতিকৃতিতে মাল্যদান ও
পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃত্ব, কর্মী ও অগনিত সাধারণ মানুষ। কমঃ রতন দত্তের প্রয়ানে আমরাও শোকাহত। তার পরিবার ও গুনমুগ্ধদের প্রতি সাংগ্রামিক পত্রিকার পক্ষে জানাই আন্তরিক সমবেদনা।
0 Comments