নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ ছিল লোকাল ট্রেন। সমস্যায় পড়েছিলেন নিত্যযাত্রীরা। ৩১ শে অক্টোবর থেকে রাজ্যে সর্বসাধারণের জন্য খুলেছে লোকাল ট্রেনের দরজা। কিন্তু এতে যাত্রীদের দুর্ভোগ লাঘব হওয়ার পরিবর্তে বেড়েছে অনেকটাই।
কেননা, সম্প্রতি হাওড়া-বর্ধমান(কর্ড) লাইনে রেল দপ্তরের নির্দেশে সর্ট রুটের ট্রেনগুলি যেমনঃ হাওড়া-বাড়ুইপাড়া, হাওড়া-গুরাপ, হাওড়া-চন্দনপুর, হাওড়া-মসাগ্রাম ই.এম.ইউ লোকালগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।যদিও করোনাকালে ৩০শে অক্টোবর পর্যন্ত স্টাফ স্পেশাল হিসাবে এই লোকাল গুলি চলেছে।কিন্তু ৩১ শে অক্টোবর থেকে রেলের নতুন সময়সূচীতে সর্ট রুটের ট্রেনগুলিকে বাদ দেওয়া হয়েছে।
এতেই বিড়ম্বনায় পড়েছেন নিত্যযাত্রীরা।রেলের এক নিত্যযাত্রী সেখ পাপ্পু জানান, “আগে সর্ট রুটের ট্রেনগুলি ছিল বলে ভীড় অনেকটাই কম হতো। এখন এইসমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকায় বেলার ট্রেনেও খুব ভিড় হচ্ছে”।আর এক নিত্যযাত্রী জানিয়েছেন, “আগে স্টাফ স্পেশাল হিসাবে এই সর্ট রুটের ট্রেনগুলিও চলছিল। কিন্তু এখন সর্বসাধারণের জন্য ট্রেন চালু হলেও ওই সমস্ত ট্রেনগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে।প্রচন্ড ভিড় হচ্ছে। ফলে আমাদের ভোগান্তি, হয়রানি আগের তুলনায় বেড়েছে”।
উল্লেখ্য,হাওড়া-বর্ধমান(কর্ড) লাইনে বাড়ুইপাড়া, গুরাপ, চন্দনপুর, মসাগ্রাম-সহ ১০ জোড়া লোকাল ট্রেন বন্ধ করে দিয়েছে রেল। রেলের এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নেমেছে বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা।৫ই নভেম্বর শুক্রবার সকালে বেগমপুর রেল স্টেশনে সাধারণ যাত্রীদের গণস্বাক্ষর সংগ্রহ করেন তারা। রেল দপ্তরের সিদ্ধান্ত বাতিল করে যাত্রীদের সুবিধার্থে বন্ধ করে দেওয়া লোকাল ট্রেনগুলিকে চালাতে হবে এই দাবি তুলেছেন বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা।
উদ্যোক্তাদের পক্ষে সুজন লাহা জানিয়েছেন, “রাজ্য সরকার ৩১ শে অক্টোবর থেকে রেল চলাচল স্বাভাবিক হবে বলে ঘোষনা করে।কিন্তু ৩১ শে অক্টোবর থেকে লোকাল চালু হলেও বাস্তবে দেখা যায় ১০জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া থেকে ৩৬০৭১, ৩৬০৮১, ৩৬০৩১,৩৬০১১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭, ৩৬০৮৩,৩৬০৮৫, ৩৬০৮৭ যথাক্রমে গুরাপ, মসাগ্রাম, চন্দনপুর, বাড়ুইপাড়া, চন্দনপুর, চন্দনপুর, চন্দনপুর ও মসাগ্রাম লোকালগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।আমরা চাই বাতিল হওয়া লোকাল ট্রেন গুলি পুনরায় রেল ট্রাকে ফিরে আসুক”। যাত্রীদের সুবিধার্থে গণস্বাক্ষর করা স্মারকলিপি হাওড়া ডিভিশনের ডি.আর.এম-এর কাছে পাঠানো হবে জানান তিনি।এখন দেখার বন্ধ হয়ে যাওয়া লোকাল ট্রেনগুলি আবার আগের মতোই চলে কিনা।
0 Comments