এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

বড়তাজপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। SANGRAMIK

নিজস্ব প্রতিনিধিঃ কোন স্বেচ্ছাসেবী সংস্থা নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলেন ডঃ হবিবুল্লা লস্কর৫ই ডিসেম্বর শনিবার সকালে হুগলীর চন্ডিতলা থানার অর্ন্তগত বড়তাজপুরে ডঃ লস্করের নতুন চেম্বারে শিবিরটি অনুষ্ঠিত হয়শিবিরে চক্ষু পরীক্ষা করেন কৃষ্ণরামপুর দৃশ্যম হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকেরাজানাগেছে, বড়তাজপুর, পাঁচঘরা, বেগমপুরসহ পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু মানুষ শিবিরে অংশগ্রহণ করেনডঃ লস্কর জানান, এদিনের শিবিরে ১১০ জন রোগী উপস্থিত ছিলেনকিন্তু সময়াভাবে ৬৫ জনের চক্ষু পরীক্ষা করা সম্ভব হয়তিনি আরও জানান, বাকি পেশেন্টদের আগামী ১২ই ডিসেম্বর শনিবার দ্বিতীয় শিবির করে চক্ষু পরীক্ষা করা হবে


এদিনের শিবিরে সাধারণ রোগীদের চক্ষু পরীক্ষা করে চশমা ও ঔষধ দেওয়া হয়তবে যে সমস্ত রোগীদের চোখে ছানি আছে তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় বলে জানা গেছেডঃ লস্করের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা


 আপনার এলাকার নানান খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব 

চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । 

এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন Sangramik Online।

 

 

Post a Comment

0 Comments