এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

“প্রশ্ন গুলো থেকেই যাচ্ছে…” লিখেছেন শঙ্খ দত্ত।


চীন ভারত সম্পর্ক নিয়ে আলোচনা চারপাশে। সীমান্তে চলছে যুদ্ধ। কটাদিন আগে সেই যুদ্ধে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তারপরেই ভারতের ভিতর থেকে উঠছে সেই ডাক "চীনা পণ্য বর্জন করো"..আসলে পণ্য বর্জনের একটা ধারাবাহিক চেষ্টা চলতে পারে। এখন  ভারত কি চীন নির্ভরতা পুরোপুরি কাটাতে পারবে? সেটা নিয়েই সরগরম ভারতবর্ষ। এই মুহূর্তে ভারতের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে, তাতে কোনো চীনা সংস্থা কিংবা বিনিয়োগকারী কে ভারতের বাজার ছাড়তে বলা সম্ভব কি? প্রথমেই জানতে হবে, চীন থেকে ভারতে কি আসে? মূলত কাঁচামাল, অনেক কম দামে তথ্যপ্রযুক্তি পণ্য আমদানি করে ভারত। এখন ইউরোপ থেকে সেই মাল যদি  ভারত কেনে, তাহলে তিন চারগুন খরচ বাড়বে ভারতের। এই মুহূর্তে ভারতের অর্থনৈতিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে,তাতে কোনো চীনা সংস্থা কিংবা বিনিয়োগকারী কে ভারতের বাজার ছাড়তে বলা সম্ভব কি? তাই অর্থনীতিবিদ রা বলছেন, ভারতের মধ্যে কাঁচামাল এর উৎপাদন বাড়িয়ে ধাপে ধাপে পণ্য উৎপাদনের পরিকাঠামো গড়ে তুলতে হবে।  

ছবিঃ সংগৃহীত।

সংবেদনশীল মনে আরো অনেক প্রশ্ন তৈরী হচ্ছে। ভারতবর্ষের বাজারে এই ২০২০ তে চীনের মোবাইল ফোন ভর্তি। কয়েক বছর আগেও ভারতের বাজারে নোকিয়া কিংবা মটরোলা ফোন ছিল, কিন্তু সেই ফোন কেনার ক্ষমতা সব সাধারণ মানুষের ছিল কি? এরপর চীনের মোবাইল ফোন কোম্পানি গুলো যখন ভারতের বাজারে ঢুকতে শুরু করলো, সাধারণ মানুষের পকেটে বাজতে শুরু করলো মোবাইল ফোন। যদিও পণ্যের মান নিয়ে প্রশ্ন থাকলো অনেক। বিতর্ক ও আছে। ধরা যাক, ফ্লিপকার্ট। প্রতিষ্ঠাতা রা ভারতীয়। কিন্তু আমেরিকান কোম্পানি ওয়ালমার্ট,এর বড় শতাংশ শেয়ার এর মালিক। তাহলে ফ্লিপকার্ট কে ভারতীয় কোম্পানি বলবো কি? বাস্তবের মাটি তে আরো অনেক প্রশ্ন উঠছে। আইপিএল এর অন্যতম স্পনসর চীনা মোবাইল কোম্পানি ভিভো। এখন যুক্তি বলছে, ভিভো ভারতের বাজারে মোবাইল বিক্রির জন্য আইপিএল - এ টাকা ঢালছে। বিসিসিআই তার জন্য ভারত সরকার কে ট্যাক্স দিচ্ছে। এতে ভারতের অর্থনীতিই তো লাভবান হচ্ছে। আবার অর্থনীতি এটাও বলছে, ওই মোবাইল কোম্পানি ভারতের বাজারে মোবাইল ফোন বিক্রি করে ভারত সরকার কেই ট্যাক্স দিচ্ছে। লাভবান হচ্ছে ভারতের অর্থনীতি। তবে চীনা পণ্য দের এড়িয়ে চলা কতখানি সম্ভব? সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আত্মনির্ভর ভারতবর্ষ। একদিনে আত্মনির্ভরতা তৈরী হবে না। প্রথমে মানসিকতা তৈরী, তারপর ধাপে ধাপে সেই লক্ষ্যে এগিয়ে যাবার উদ্যোগ জারি রাখতে হবে। যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে স্বনির্ভরতা তৈরী র লড়াই শুরু হলে ভালো লাগবে আমাদের।

Post a Comment

0 Comments