নিজস্ব প্রতিনিধিঃ হুগলি জেলার চন্ডিতলা ১ ব্লক এলাকার পশ্চিম কৃষ্ণরামপুর গ্রাম। এই গ্রামের বাগ পাড়া এলাকায় একটি রাস্তা বহু বছর ধরে বেহাল হয়ে পরে আছে। সমীর বাগ এর বাড়ী থেকে হারাধন বাগ এর বাড়ী পর্যন্ত রাস্তা। বর্ষাকালে এই রাস্তা দিয়ে হাঁটা যায়না। রাত্রিবেলা সাপের উপদ্রপ বাড়ে। অথচ বেশ কয়েকটি পরিবারের নিজেদের বাড়ি ঢোকার মূল রাস্তা এটাই। ইতিমধ্যে পাড়ার ভিতরে কিছু রাস্তা ঢালাই
হয়েছে। সেইসব রাস্তার ঢালাই এর মান নিয়ে যতই প্রশ্ন থাকুক , এই রাস্তা টির সংস্কারে স্থানীয় কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত এখনো পর্যন্ত এগিয়ে আসেনি। এলাকাটি পঞ্চায়েত প্রধানের বুথ হবার কারণে ওই রাস্তা ধরে যাতায়াত করা মানুষ বহুবার মাননীয় প্রধানকে বলেছেন সমস্যার কথা। তারপরেও সমীর বাগ এর বাড়ী থেকে হারাধন বাগ এর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি।
এর মধ্যেই এখানকার বাসিন্দা হারাধন বাগ গত ২০১৩ র মে মাসে চন্ডিতলা ১ নং ব্লক এর বিডিও র কাছে লিখিত ভাবে এই সমস্যার কথা জানান। সেই চিঠির কপি ও এখানে দেয়া হলো। তারপরেও এই রাস্তা সংস্কার এ কোনো উদ্যোগ আসেনি। অথচ বিভিন্ন বাড়ি থেকে বহু শিশু রাতেরবেলা এই রাস্তা ধরেই টিউশন পড়তে যায় , বাড়ি ফেরে। কোনো মানুষ অসুস্থ হলে গাড়ি বা এম্বুলেন্স ঢোকার মতো পরিকাঠামো নেই। কোনো কোনো জায়গায় যখন বাড়ির সদর পর্যন্ত ঢালাই রাস্তা হয়ে গেছে , এই রাস্তাটি ঢালাই কেন হলো না , বিস্মিত এলাকার মানুষ।।
0 Comments