এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

দেখা গেছে চাঁদ, কাল ঈদ

নিজস্ব প্রতিনিধিঃ  আজ শেষ হল ৩০তম রমজান। দেখা গেছে আকাশে ঈদের চাঁঁদও। 

ফলে কাল সোমবার দেশের সর্বত্র পালিত হবে ঈদ। যদিও এবছর  করোনা সংকটের মধ্যেই পালিত হবে ঈদ। ফলে ঈদ পালনের মধ্যে রয়েছে লক ডাউনের বিধিনিষেধও। লক ডাউনের নির্দেশিকা মেনে বাড়িতেই ঈদ পালনের অনুরোধ রেখেছেন বিভিন্ন ইসলামী সংগঠন।  সংখ্যালঘু 
সম্প্রদায়ের  কাছে বাড়িতেই ঈদ পালনের অনুরোধ রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  বন্দোপাধ্যায় ও।

Post a Comment

0 Comments