এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

আজ দেশজুরে পালিত হলো ঈদ, নেই খুশির আমেজ

আজ দেশজুরে পালিত হলো ঈদ, নেই খুশির আমেজ
ছবিঃ বড়তাজপুর বড়ো মসজিদ।

সাংগ্রামিকের প্রতিবেদনঃ আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস রোজার পর আসে খুশির ঈদ। বাচ্চা থেকে বড়ো সকলেই মেতে ওঠে খুশিতে, আনন্দে। কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে কোন উৎসবেই যেন খুশি নেই। নেই আনন্দও। ফলতঃ ঈদও তার ব্যাতিক্রম নয়। এবছরের ঈদে নেই খুশির ছোঁয়া। বাচ্চা থেকে বড়ো মনখারাপ সকলেরই। এরকমভাবে ঈদ পালন করতে হবে কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। এবছরই প্রথম, যেখানে মানুষ ঈদে মসজিদে বা ঈদগাহে নামাজ পড়েনি, কোন আত্মীয়ের বাড়ি যায়নি, কোলাকুলি বা মোসাফা করেনি। মুসলীম ধর্মগুরুরা বাড়িতেই ঈদ পালনের নিদান দিয়েছেন। তাছাড়া, করোনা মোকাবিলায় দেশে চলছে লকডাউন। রয়েছে সরকারী বিধিনিষেধও। ফলে সরকারী নির্দেশিকা মেনেই আজ বাড়িতেই নামাজ পড়লো, ঈদ পালন করলো ধর্মপ্রান মুসলীমরা। 
ছবিঃ বন্ধ বড়তাজপুর বড়ো মসজিদের মেইন গেট

হুগলীর চন্ডিতলা ২ ব্লকের বড়তাজপুরে দেখা গেল বন্ধ বড়মসজিদের গেট। ঝুলছে তালা। স্থানীয়রা জানালেন সরকারী নির্দেশিকা মেনেই বন্ধ রাখা হয়েছে ঈদের নামাজ। প্রসংগত, প্রতি বছরই সকালে ঈদের নামাজ হয় বড়ো মসজিদে। প্রচুর মানুষ জমায়েত হন। কিন্তু এ বছর দেখা গেল ভিন্ন ছবি। মসজিদ একেবারেই ফাঁকা। বসেনি কোন দোকানপাঠ, মেলাও। সেজে ওঠেনি কোন পাড়া বা মহল্লাও।
ছবিঃ ফাঁকা পাড়া, ঈদের সাজে ওঠেনি সেজে


স্থানীয় এক ব্যাক্তি জানালেন, "কোভিড ১৯ এর কারনে বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি। এ বছরই ঈদের নামাজ পড়লাম বাড়িতে। আগে কখনো এরকম হয়নি।" তিনি আরও জানালেন, ফোন, সোস্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটস অ্যাপের মাধ্যমে আত্মীয় পরিজনের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। 

বলাবহুল্য, করোনার সঙ্গে মোকাবিলা করে দেশের সর্বত্র  আজ বাড়িতেই পালন করা হল ঈদ। মানুষের জীবন বাঁচানোর জন্যই সমস্ত আনন্দ বিসর্জন দিয়েই খুশির ঈদ পালন করলো মুসলিম সম্প্রদায়ের মানুষরা। প্রার্থনা করলো আগামীর জন্যও।

Post a Comment

0 Comments