এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

হুগলীর ডানকুনিতে ঈদ পালনের অন্য ছবি


নিজস্ব প্রতিনিধি, ডানকুনিঃ একমাস রোজার পর দেশজুরে পালিত হলো পবিত্র ঈদ। তবে প্রতি বছরের মতো এবছর ঈদের আনন্দে বাদ সেধেছে করোনা। ফলে সকলেই নিজের মতো করে পালন করেছেন ঈদ। 
নিরাপত্তা কর্মীদের সিমাই বিতরণ করছেন মাহমুদ।  ছবিঃ নিজস্ব 

হুগলির ডানকুনিতে দেখা গেল ঈদ উদযাপনের  অন্য ছবি। করোনা আবহে জাঁকজমক ভাবে ঈদ উদযাপন না হলেও পুলিশের সাথে ঈদের খুশি ভাগ করে নিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ মাহমুদ আলী। এদিন মাহমুদ ডানকুনির দুই নম্বর জাতীয় সড়কের পাশাপাশি বিভিন্ন জায়গায় কর্তব্যরত পুলিশদের ঈদের সবার প্রিয় খাবার সিমাই ও কোলড্রিংস খাওয়ান। 

মাহমুদ জানান, যারা প্রতিনিয়ত নিরাপত্তা দিয়ে চলেছেন এবং যাদের জন্যই পবিত্র ঈদ উদযাপন করতে পারলাম তাদের সাথেই খুশির ঈদের আনন্দ ভাগ করে নিতে একটু সেমাই ও কোলডিংস দিলাম। এভাবে ঈদ উদযাপন করতে পেরে খুশি মাহমুদ।

 বর্তমান করোনা পরিস্থিতিতে ঈদ পালনের অভিনব উদ্যোগ প্রসংগসা কুড়িয়েছে নেটিজেনদের।

Post a Comment

0 Comments