এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

ফের বাড়ল, ৩০শে জুন পর্যন্ত দেশজুরে লকডাউন।

বিশেষ প্রতিনিধিঃ করোনা মোকাবিলায় দেশজুরে চলছে চতুর্থ দফার লক ডাউন। আগামীকাল ৩১শে মে শেষ 
হওয়ার কথা ছিল চতুর্থ দফার লক ডাউনের। কিন্তু তার আগেই স্বরাষ্ট্র মন্ত্রক নির্দশিকা জারি করল। নির্দেশিকায় বলা হয়েছে ৩০শে জুন পর্যন্ত দেশজুরে পঞ্চম দফার লক ডাউন চলবে।
ছবিঃ প্রতিকী। 

 মূলতঃ কনটেনমেন্টজোন গুলিতে ৩০শে জুন পর্যন্ত বাড়ল লকডাউনের সময়সীমা। পঞ্চম দফার লক  ডাউনকে বলা হয়েছে 'আনলক-১'। 
ছবি সৌঃ আকাশবানী।

নাইট কারফিউ-এর সময় সীমা কিছুটা শিথীল হয়েছে। নাইট কারফিউ রাত্রি ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত  জারি থাকবে বলে জানা গেছে। 

Post a Comment

0 Comments