এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

মাহেশের রথযাত্রা স্থগিত।

বিশেষ প্রতিনিধি, শ্রীরামপুরঃ দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশের  রথযাত্রা। ঐতিহ্য পরম্পরায় প্রতিবছরই মহাধুমধামে এই উৎসব হয়। কিন্তু এবছর সমস্ত উৎসবেই পড়েছে করোনার কোপ। ব্যতিক্রম ঘটেনি রথেও। 
ছবিঃ প্রতিকী   

করোনা ভাইরাস ও লকডাউনের জেরে ৬২৪তম বছরের প্রাচীন মাহেশের রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। জনসমাগম করে রথ বের করা হবেনা, তবে ধর্মীয় রীতিনীতি আচার সমস্ত কিছুই পালন করা হবে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আজ হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের উপস্থিতিতে পৌরসভা ও মন্দির কর্তৃপক্ষের মিটিংয়ে এবছর মাহেশের রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Post a Comment

0 Comments