এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

শেওড়াফুলি মোড়ে পথ অবরোধ মান্নানের। Sangramik

বিশেষ প্রতিনিধিঃ আম্পান চলে গেছে, কিন্তু রয়ে গেছে ক্ষত। এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। হুগলীর বহু এলাকা এখনও পানীয়জল ও বিদ্যুৎহীন। মূলতঃ বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে আজ হুগলির শেওড়াফুলি মোড়ে পথ  অবরোধ করলেন বিধান সভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
ছবিঃ আকাশবানী।

আম্পানের পর ছয় দিন কেটে গেলেও এখনও পর্যন্ত  বিদ্যুৎ ও পানীয় জল বন্ধ রয়েছে  বলে তিনি অভিযোগ করেন। বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতেই তিনি পথ  অবরোধ করেন। পরে  পুলিশ এসে পরিস্থিতি  সামাল দেন।

Post a Comment

0 Comments