এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

হুগলিতে বামেদের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন। Sangramik

বিশেষ প্রতিনিধিঃ সাধারণ মানুষের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে পথে নামল বামেরা। হুগলির বিভিন্ন এলাকায়, ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ করলো তারা।
পোলবা দাদপুর বিডিওর সামনে বিক্ষোভ। ছবিঃফেসবুক 

শুধু তাই নয়, পৌরসভা, বি.ডি.ও-র নিকট দিল ডেপুটেশনও। হুগলির ডানকুনি, উত্তরপাড়া, রিষড়া, চুঁচুড়া, চন্দননগর, পোলবা-দাদপুর সহ বিভিন্ন এলাকায় পথে নেমে অবস্থান   বিক্ষোভ করলো  বামফ্রন্টের কর্মী ও সমর্থকরা।
ডানকুনি পৌরসভার সামনে বিক্ষোভ বামেদের।  

মূলতঃ যে দাবি গুলি ছিল সেগুলি হল- আম্পানকে জাতীয় বিপর্যয় ঘোষনা করতে হবে, ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারের তরফে পর্যাপ্ত সাহায্য করতে হবে, ত্রানের কাজে দলবাজি চলবে না, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করতে হবে, কোয়ারেন্টাইন সেন্টারে থাকা  পরিযায়ী শ্রমিকদের খাওয়া দাওয়া ও জলের ব্যবস্থা করতে হবে ইত্যাদি।
রিষড়া পৌরসভার সামনে বিক্ষোভ। ছবিঃ ফেসবুক   

 মূলত এইসমস্ত দাবি দাওয়া নিয়েই হুগলির সিঙ্গুর, পোলবা দাদপুর বিডিও ও ডানকুনি, রিষড়া, চুঁচুড়া সহ অন্যান্য  পৌরসভাতে ডেপুটেশন দিল বামেরা।

Post a Comment

0 Comments