নিজস্ব প্রতিনিধি, চন্ডিতলাঃ করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হল স্বেচ্ছা রক্তদান শিবির। আজ ২৮ শে জুন রবিবার হুগলীর চন্ডিতলা ১নং ব্লকের জঙ্গলপাড়ার কালিতলায় বিবেকানন্দ হিন্দু মহাসঙ্ঘের উদ্যোগে রক্তদান শিবির হয়। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী অমরেন্দ্রনাথ আদকের স্মৃতিতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানা গেছে।
"ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো" সঙ্গিতের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় এদিনের শিবিরের। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তনুশ্রী পাল, সোমনাথ দাস, আশীষ বেলেল, অরিন্দম ঘোষ, ডাঃ অনন্ত দেব সামন্ত, কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত সদস্যা ঝুমা সাঁতরা, লিপিকা গড়াং, মশাট গ্রাম পঞ্চায়েত সদস্যা ববিতা দাস সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বিবেকানন্দ হিন্দু মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ বলেন, করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে। ব্লাড ব্যাঙ্ক গুলোতে সব গ্রূপের রক্ত পাওয়া যাচ্ছে না। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। মোট ৫৩ জন শিবিরে রক্তদান করেন বলে জানা গেছে।
বিস্তারিত আসছে....
ভিডিও দেখতে চোখ রাখুনঃ
Sangramik Online এর পর্দায়।
[আপনার এলাকার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব (Subscribe) করে সঙ্গে থাকুন]
[আপনার এলাকার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব (Subscribe) করে সঙ্গে থাকুন]
0 Comments