আব্দুল হাকিমঃ সংবাদ জগতের এক দীপ্যমান নক্ষত্র খসে পড়লো নীরবে। প্রয়াত হলেন প্রবীণ জনপ্রিয় সাংবাদিক এস কে ইসমাইল ( ৭৩ ) । হার্ট ফেল জনিত কারনে তাঁর মৃত্যু বলে পারিবারিক সূত্রে প্রকাশ । ০২ জুন’ ২০২০, মঙ্গলবার, বিকাল সাড়ে তিনটা নাগাদ হুগলীর হাজিগড় রেল স্টেশনের কাছে গেঁটেগোড়ি গ্রামের নিজ বাসভবনে তাঁর জীবনাবসান ঘটে । মৃত্যুকালে তিনি স্ত্রী সহ একপুত্র, পুত্রবধূ, নাতি নাতনী, ৫ কন্যা-জামাতা,নাতি-নাতনী ও অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন ।
প্রকাশ, ৮০ র দশকের একেবারে প্রথমদিকে ইসমাইলদার সঙ্গে আমার আলাপ কলকাতার “দৈনিক বসুমতী” পত্রিকার দপ্তরে । উনি আসতেন হাওড়া-বর্ধমান কর্ড লাইনের হাজিগড় স্টেশন থেকে, আর আমি বেগমপুর থেকে । ফেরার সময় একই ট্রেনে । নানা গল্প গুজব-তর্ক-আলোচনা চলতো । এভাবেই কেটেছে বহুদিন । তারপর আমি শিক্ষকতা র কাজে যুক্ত হয়ে বসুমতী ছাড়লাম, কিন্তু ইসমাইল দা থেকে গেলেন । অবসরের কিছুপরে স্থানীয় আজ কাল পরশু পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন ।
বেগমপুর থেকে হাজিগড় —দূরত্ব অনেকটাই । তাই সাক্ষাৎ প্রায় ছিলই না । তবু সময় পেলেই নানা খবরাখবর নিতেন-দিতেন । এস ওয়াজেদ আলী মেলাতেও বেশ কয়েকবার এসেছেন অতিথি হিসাবে। আসলে মানুষের কাছাকাছি থাকতে ভালবাসতেন খুবই। সাংবাদিকতা ছাড়াও গল্প কবিতা প্রবন্ধ লিখেছেন অনেক । গান রচনা করে তাতে সুর দেওয়ার কাজে তিনি ছিলেন খুবই দক্ষ । সে গান যতক্ষণ না অন্যকে দিয়ে গাইয়ে না নিতে পারতেন ততক্ষন যেন তাঁর শান্তি ছিল না । আকাশবাণী ও দূরদর্শনে তাঁর লেখা গান ও আলেখ্য প্রচারিত হয়েছে বহুবার । প্রোগ্রাম থাকলেই ফোন করতেন । আজ ৯-০০ টায় শুনিস , কেমন হয়েছে বলবি । আমি বলার আগেই ফোন এসে যেত ইসমাইল দার । শুনলি তো । বলতাম আমার উপলব্ধি । এস ওয়াজেদ আলী মেলার জন্যে একটা সুন্দর উদ্বোধনী সঙ্গীত লিখে তাতে সুর দিয়ে স্থানীয় শিল্পী প্রতিমা মাইতি কে গাইয়ে মেলাকে এক অন্য মাত্রা দান করেছিলেন ইসমাইল দা ।সে বছর থেকে তাঁর এই গানই গাওয়া হতো মেলার সূচনায় ।
ইসমাইল দা ছিলেন আমার খুবই অন্তরঙ্গ বন্ধু । কিন্তু নির্মম পরিহাস এটাই যে , তাঁরমৃত্যু সংবাদ পেয়েও শেষ সময়ে তাঁর কাছে ছুটে যেতে পারলাম না । লক ডাউনের কঠিন বাস্তবতা এড়িয়ে তাঁর শেষ জানাজায় সামিল হতে পারলাম না , দিতে পারলাম না তাঁর সমাধিতে একমুঠো মাটি । এটাই মর্মান্তিক আক্ষেপের । তাঁর এই অসময়োচিত প্রয়ানে আমরা গভীর শোকাহত । তাঁর পরিবার ও গুনমুগ্ধদের প্রতি সাংগ্রামিক পত্রিকার পক্ষে জানাই আন্তরিক সমবেদনা ।
মাত্র কয়েক ঘন্টা আগে যিনি ছিলেন প্রাণবন্ত জীবনের অংশীদার , তিনি হয়ে গেলেন এক মূক ইতিহাস । ইসমাইল দা আপনাকে জানাই প্রণাম ।
আব্দুল হাকিম,
সম্পাদক, সাংগ্রামিক পত্রিকা
বড় তাজ পুর, হুগলী
2 Comments
খুব সুন্দর লিখেছো হাকিম
ReplyDeleteইসমাইল সাহেবের মৃত্যুতে আমরা শোকাভূতো । উনি যেন জান্নাতবাসী হন এই দোয়া করি।
ধন্যবাদ মুশতাক আহমেদ সাহেব। আমাদের সকলের দোয়া থাকুক, উনি যেন জান্নাতবাসী হন।
Delete