নিজস্ব প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্য”।করোনা পরিস্থিতিতে সেকথা
আবারও প্রমাণ করলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। আজ ২৪ শে জুন বুধবার চন্ডিতলা
২ নং এরিয়া কমিটির উদ্যোগে অনিল বিশ্বাস ভবনে জনতার রান্না ঘরের আয়োজন করল তারা। এই
কর্মসূচীর উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য
কমিটির সদস্য ও হুগলী জেলা কমিটির সম্পাদক দেবব্রত বিশ্বাস। লকডাউন পরিস্থিতিতে
অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে পার্টির তরফে জানানো হয়েছে। জনতার
রান্নাঘরের প্রথমদিনে ৫১৮ জন অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন
করা হয়। এই কর্মসূচী বেশ কিছুদিন চলবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
![]() |
জনতার রান্নাঘর । ছবিঃ নিজস্ব। |
0 Comments