এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

হরিপাল ব্লকে মানুষের পাশে সেলফ। Sangramik


নিজস্ব প্রতিনিধি:  দিনটা বেশ অন্যরকম। খুব গরম। আর লক ডাউন পরিস্থিতি তে রাস্তাঘাট কেমন যেন ফাঁকা। জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ স্কুল এর প্রাক্তন ছাত্র কৃষ্ণরামপুর পশ্চিম পাড়া নিবাসী সুব্রত বাগ এর উদ্যোগে
হরিপাল ব্লকে খাদ্যদ্রব্য বিতরন করছে সেলফ-এর প্রতিনিধিরা।
 এবং কলকাতা সেলফ এর সহযোগিতায় ১০০ পরিবারের জন্য চাল, ডাল, আলু , সয়াবিন , পিয়াঁজ , বিস্কুট নিয়ে সুব্রত বাগ, বিদেশ মাঝি এবং তমাল অধিকারী রা তখন হরিপাল ব্লক এলাকার সেই গ্রাম গুলোর দিকে। হরিপাল ব্লক এলাকার তিনটে গ্রামে  মানুষদের দেয়া হলো এগুলো। ওদের সে কি আনন্দ। ওই গ্রাম গুলোর নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন সেখানে। ওখানে দাঁড়িয়েই সুব্রত বাগ বলছিলেন ," আরো মানুষ আসুক। মানুষের পাশে দাঁড়াতে। আমরা যেমন এসেছি।" বড় ভালো লাগছিলো। নতুন প্রজন্মের ছেলে সুব্রত। ওর বন্ধুরাও নতুন প্রজন্মের। ওরা ভাবছে। এই ক্রাইসিস এর সময়ে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। সকাল তখন বেলার দিকে। কখন মানুষের সঙ্গে থাকতে থাকতে বেলা টাও ছুটলো দুপুরের দিকে। হরিপাল ব্লক এর ওই গ্রাম গুলো থেকে যখন ফিরছি , বিকেল নামছে গ্রামে। গ্রামের রাস্তায় তখনও অসংখ্য মানুষ। হুগলি সেলফ এর পক্ষে শঙ্খ দত্ত এবং সেলফ এর কর্ণধার দেবব্রত রায় বললেন " আবার আসবো। মানুষ ই শক্তি। মানুষের পাশেই দাঁড়াতে চাই আমরা "....তখনও বিকেলের সূর্য আকাশে। কারা যেন গেয়ে উঠলো we shall overcome…”.

Post a Comment

0 Comments