এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

এই লকডাউন এবং কিছু কথাঃ শঙ্খ দত্ত। Sangramik


শঙ্খ দত্তঃ লক ডাউনে কেমন আছেন আপনি? কি ভাবে সময় কাটছে আপনার? সচেতন মানুষ শুরুতেই বলেছিলেন স্ট্রিক্ট লক ডাউন খুব  জরুরিতার আগে সুগঠিত পরিকল্পনা চাই সেটা কি হলো, কতটা হলো, সময় বলবে এই লক ডাউনের সময়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ ভালো নেই অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়েছে জনধন যোজনায় এদের ব্যাংক একাউন্টে যে পরিমান নগদ টাকা দেবার প্রয়োজন ছিলো, সেটা হয়নি এই সময়ে যেটা খুব দরকার ছিলদেশের মধ্যে অনেক গুলো বিষয় নিয়েই বিস্তর চর্চা চলছে এখন 
_________________________________________________________________________________
 [ আপনার এলাকার আরো খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। ]
_________________________________________________________________________________
যেমন ইনফ্লুয়েঞ্জা এতেও মানুষ মারা যায় কিন্তু ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে লড়াই করার মতো টিকা আছে, ওষুধ আছে, ফলে চিকিৎসাটা সম্ভব কিন্তু কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়ার মতো ওষুধ কোথায়? তাই বিজ্ঞানীরা চেষ্টা করছেন ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে পৃথিবী জুড়ে পৃথিবী জুড়েই একদল ব্যবসায়ী আছেন যাদের ভাবনা চিন্তাটা সবসময় অর্থনৈতিক এদের বক্তব্য জীবনের ঝুঁকি নিয়ে, কিংবা নিজেকে সুরক্ষিত রেখেই কাজ করতে হবে তা না হলে অর্থনীতি বাঁচানো যাবে না চীনে যখন করোনার তান্ডব শুরু হলো, ক্রমশঃ ইউরোপ, ইরান, থাইল্যান্ড এর মতো জায়গায় ছড়িয়ে পরলো, তারপরেও আমরা বেশ খানিকটা সময় পেয়েছিলাম, প্রস্তুত হবার কিন্তু সময়টা সঠিক ভাবে কাজে লাগানো হয়নিযে মুহূর্তে ভারতে প্রথম করোনা রোগী কে চিহ্নিত করা হলো, সেই মুহূর্তেই আন্তর্জাতিক জাহাজ এবং বিমান নিয়ন্ত্রণ করা উচিত ছিল হয়নি
 
ছবিঃ প্রতীকি।
অভারতীয়দের, ভারতে প্রবেশ সেই সময়ে এক প্রকার নিষিদ্ধ করার দরকার ছিলো, সেটাও হয়নিযখন আন্তর্জাতিক আনাগোনা বন্ধ করার কথা, তখন মার্কিন রাষ্ট্রপতি কে আপ্যায়ন করার বিষয়ে আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম সময়টা মনে করুন, জানুয়ারি শেষ থেকে সমগ্র ফেব্রুয়ারি, তখন ভারতের মধ্যে আলোচনা কোভিড ১৯ নয়, আলোচনা, কে ভারতের নাগরিক আর কে নাগরিক নয়, এন.আর.সি আর এন.পি. আর. নিয়ে ব্যস্ত তখন ভারতবর্ষ এই সময় হঠাৎ করেই করোনা ঢুকে বলে গেল, ভারতবর্ষে ডিটেনশন ক্যাম্প এর থেকেও বেশি প্রয়োজন হাসপাতাল, যেখানে গরিব মানুষের জন্য চিকিৎসা পরিষেবা থাকবেমার্চে যখন লক ডাউন শুরু হলো, তখন ভারতের মাটিতে করোনা পা ফেলেছে এবং ভারত এর চিকিৎসা পরিকাঠামো তখনো করোনার বিরুদ্ধে লড়ার মতো যথেষ্ট প্রস্তুত নয় লক ডাউনের মধ্যে কাঁসর ঘন্টা বাজিয়ে বেশ খানিকটা মনের আনন্দ এলো ঠিক, কিন্তু লক ডাউনের মধ্যে সঠিক পরিকল্পনা গুলো নেওয়া হলো কি? স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই- ব্যবস্থা করতে হবে সামাজিক দূরত্ব চাইনা, চাই শারীরিক দূরত্ব, মানসিক সাহচর্যএকবার গ্রামের মধ্যে রোগ ছড়িয়ে পরলে তাকে মোকাবিলা করার বিষয়টি হবে বেশ দীর্ঘতর তাই মুখে মাস্ক আর সাবান দিয়ে হাত ধোয়া হোক আমাদের নিত্য সঙ্গী নিজের সুরক্ষা, নিজের কাছে
_________________________________________________________________________________
 [ আপনার এলাকার আরো খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। ]
_____________________________________________________________ 

Post a Comment

0 Comments