নিজস্ব প্রতিনিধিঃ করোনার জেরে অনির্দিষ্ট কালের জন্য
বন্ধ হল শ্রীরামপুর কোর্ট। গত ১৫ জুলাই একটি নির্দেশিকা জারি করে ডিস্ট্রিক্ট জাজ,
হুগলী। নির্দেশিকায় বলা হয়, শ্রীরামপুর কোর্ট সংলগ্ন এস.ডি.ও. অফিসের কর্মী ও সিকিউরিটির
করোনা আক্রান্তের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে অর্থাৎ ১৬ই জুলাই থেকে
শ্রীরামপুর কোর্ট-র যাবতীয় কাজ কর্ম (রিমান্ড ফাইল বাদে) বন্ধ থাকবে।
.___________________________________________________________________________
আপনার এলাকার
খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
সাবস্ক্রাইব করতে clickhere.
কতদিন কাজকর্ম
বন্ধ থাকবে তা নির্দেশিকায় উল্লেখ নেই। শুধু মাত্র পরবর্তী নির্দেশিকা অনুসরনের কথা
বলা হয়েছে মাত্র। কবে থেকে কোর্টের কাজকর্ম ফের চালু হবে জানতে তাই অপেক্ষা করতে হবে
পরবর্তী নির্দেশিকার জন্য।
![]() |
0 Comments