এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

মাধ্যমিকের মার্কসীট বিতরনের দিন পরিবর্তন করল পর্ষদ, মার্কসীট দেওয়া হবে ২২ ও ২৪ শে জুলাই। Sangramik

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিকের মার্কসীট বিতরনের দিন বদল  করল  মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১৫ই জুলাই। প্রতিবছর ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের হাতে মার্কসীট ও সার্টিফিকেট তুলে দেওয়া হত। কিন্তু এ বছর করোনা 

ভাইরাসের কারণে মধ্যশিক্ষা পর্ষদ অনলাইনেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করে।  বলা হয়, ২৩ শে জুলাই পড়ুয়াদের হাতে মার্কসীট তুলে দেওয়া হবে। কিন্তু আজ একটি নির্দেশিকা জারি করে পর্ষদ জানায়, লকডাউনের কারণে ২৩শে জুলাইয়ের পরিবর্তে ২২ ও ২৪ শে জুলাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের  হাতে মার্কসীট  তুলে দেওয়া হবে। 

উল্লেখ্য, রাজ্যে গোষ্ঠী সংক্রমণের জেরে প্রতি সপ্তাহে দুইদিন লকডাউনের ঘোষণা করেছে নবান্ন। ২৩শে জুলাই বৃহস্পতিবার  ও  ২৫শে জুলাই শনিবার এসপ্তাহে লকডাউন হওয়ায় মার্কসীট বিতরণের দিনক্ষণ পরিবর্তন করে পর্ষদ। 


জানা গেছে, ২৩শে জুলাইয়ের বদলে ২২ শে জুলাই বুধবার ও ২৪শে জুলাই শুক্রবার শিক্ষার্থীদের হাতে মার্কসীট তুলে দেওয়া হবে । পর্ষদের জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, এগারো শ্রেনীর ভর্তি প্রক্রিয়ায় সাহায্য করার জন্য  বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা  উপস্থিত থাকবেন। যদিও কন্টেনমেন জোনের শিক্ষকদের ও অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে ছাড় মিলবে। ৫০% শিক্ষক নিয়ে বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ওয়ার্ক রোষ্টার করবেন বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

Post a Comment

0 Comments