এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

৭৪ তম স্বাধীনতা দিবসে সংবিধান রক্ষার শপথ। Sangramik

নিজস্ব প্রতিনিধিঃ আজ ১৫ আগষ্ট। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। সংবিধান রক্ষা ও দেশের স্বাধীনতা শক্তিশালী করতে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হলো চন্ডিতলা বাজারে। 


 উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই জেলা সম্পাদক অভিজিৎ অধিকারী, মহিলা সমিতির জেলা নেত্রী সুজাতা বিশ্বাস, রজতাভ রায়, জাতীয় কংগ্রেসের পক্ষে সুদীপ গাঙ্গুলি, চন্ডিতলার প্রাক্তন বিধায়ক ভক্তরাম পানসহ বাম-কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। সভায় সভাপতিত্ব করেন কম জগন্নাথ ঘোষ।  








বিজেপি সরকারের সংবিধান বিরোধী কাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রাখা হয় এদিনের সভায়। সেই সঙ্গে সংবিধান রক্ষা ও দেশের স্বাধীনতা শক্তিশালী করার শপথ নেওয়া হয়।   

    

Post a Comment

0 Comments