সাংগ্রামিকের প্রতিবেদনঃ ২০১৩ সালের ২০ আগষ্ট। মহারাষ্ট্রে দুষ্কৃতিদের হাতে নিহত হয়েছিলেন যুক্তিবাদী আন্দোলনের সৈনিক ডঃ নরেন্দ্র দাভোলকর। তাঁর মৃত্যুর দিনটিকে স্মরণে রেখেই আজ দেশজুড়ে পালিত হলো "জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস"।
হুগলির চন্ডিতলার বেগমপুরে সাইন্স সোসাইটির উদ্যোগে গুরুত্বসহকারে পালন করা হল দিনটি। জানা গেছে, ২০ আগষ্ট পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউন থাকার কারণেই ১৯শে আগষ্ট
বিজ্ঞান মনস্কতা দিবস পালন করে বেগমপুর সাইন্স সোসাইটি। বেগমপুর ও খরসরাইয়ের বিভিন্ন এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরন
------------------------------------------------------
আপনার এলাকার নানান খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ চ্যানেল Sangramik Online। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন (Click here).
..................................................................
করেন সোসাইটির সদস্যরা। এদিন থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা ও পালস
অক্সিমিটার দিয়ে অক্সিজেন পরিমাপ করা হয়। বিজ্ঞান মনস্কতার প্রসারের জন্য সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয় লিফলেটও।
0 Comments