বিশেষ প্রতিনিধিঃ এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১৭ই জুলাই। প্রতিবছর ফলাফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই কলেজে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়। কিন্তু করোনা মহামারীর কারণে এবছর তা সম্ভব হয়নি। যদিও উচ্চ শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে,কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে ১০ই আগষ্ট থেকে।
![]() |
ছবিঃ সংগৃহিত |
কলিকাতা বিশ্ববিদ্যালয়ও উচ্চ শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে শীলমোহর দেয়। কলিকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনে থাকা কলেজগুলিতে স্নাতক প্রথম বর্ষে বি.এ/বি.এস.সি/ বি.কম (অনার্স/জেনারেল/মেজর) কোর্সে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে ১০ই আগষ্ট থেকে।
____________________________
Advertisement. _______________________________________________
আপনার এলাকার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন| সাবস্ক্রাইব করতে Click here. _______________________________________________
জানা গেছে, ১০ই আগষ্ট থেকে কলেজে ভর্তির অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। ২৮শে আগষ্টের মধ্যে প্রকাশিত হবে মেরিট লিস্ট(মেধা তালিকা)।মেধা তালিকায় নাম থাকা ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ১লা সেপ্টেম্বর থেকে।ভর্তি প্রক্রিয়া ২৫শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার অধীনে থাকা সমস্ত কলেজের অধ্যক্ষদের জানানো হয়েছে। এবছর করোনা পরিস্থিতিতে বিভিন্ন কলেজে ভর্তির ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেধাতালিকা প্রকাশ, ভর্তি প্রক্রিয়া সমস্তটাই হবে অনলাইনে।
0 Comments