এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

লোকাল ট্রেন চালানোর দাবীতে হুগলীর বৈদ্যবাটিতে রেল অবরোধ। Sangramik

       বিশেষ প্রতিনিধিঃ আজ বিকেল পাঁচটায় লোকাল ট্রেন চালানোর বিষয়ে নবান্নে রেল ও রাজ্য সরকারের বৈঠককিন্তু তার আগেই সকালে হুগলীর বৈদ্যবাটিতে রেল অবরোধ করল নিত্যযাত্রীরাগাছের গুড়ি ফেলে রেল অবরো্ধ করা হয়লাইনে বসে পড়েন নিত্যযাত্রীরা। 


উল্লেখ্য, এখন শুধুমাত্র রেলকর্মীদের জন্য চলছে স্পেশাল ট্রেনসেই ট্রেনে উঠতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদেরতাই সবার জন্য ট্রেন চালুর দাবীতে সরব হচ্ছে নিত্যযাত্রীরা। হুগলীর পান্ডুয়া, রিষরার পর এবার বৈদ্যবাটিতে অবরোধ করে যাত্রীরা। ঘটনাস্থলে আসেন পুলিশ ও রেলের আধিকারিকরাতারা যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন।   
 

কিন্তু যাত্রীদের একটাই দাবী টিকিট কাউন্টার খুলতে হবে এবং সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন চালাতে হবে আজকের রেল-রাজ্য বৈঠকে যতক্ষন না রেল চালানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত গৃহিত হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে বলে জানিয়েছেন সাধারণ যাত্রীরালোকাল ট্রেন চালানোর ব্যাপারে আজকের বৈঠকে কোন সূত্র বের হয় কিনা এখন সেটাই দেখার 

 

Post a Comment

0 Comments