অমলেন্দু ঘোষ, ডানকুনি: শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের ভাদুয়ায় তরুন তীর্থ ক্লাবের উদ্যোগে আজ ১৭ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হলো কচিকাচাদের বসে আঁকো প্রতিযোগিতা। দীর্ঘ করণা আবহে শিশুরা যখন ঘরবন্দি, সেই সময় এই অঙ্কন প্রতিযোগিতা শিশুদের আলাদা অক্সিজেনের যোগান দেয়।
অভিভাবকরা অত্যন্ত সচেতনতার সাথে মাস্ক স্যানিটাইজার দিয়ে প্রতিটি শিশুকে পাঠায় ক্লাব প্রাঙ্গণে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতা শুরু হয় সকাল ১০ টায়। প্রতিযোগিতায় ৬২ জন কচিকাচা অংশগ্রহণ করেন বলে জানা গেছে। । বিশিষ্ঠ সমাজসেবী শুভজিৎ চাই বলেন, শিশুমনে আনন্দদান করার জন্যই অঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
____________________________________________
SUBSCRIBE OUR CHANNEL FOR LATEST AND UPDATED NEWS REGULARLY.. Sangramik online
0 Comments