এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

ভাদুয়ায় বিদ্যালয়ে চুরি, খোয়া গেল নগদ অর্থ ও মিড-ডে-মিলের বাসনপত্র। Sangramik Online

অমলেন্দু ঘোষ, ডানকুনিঃ হুগলীর ভাদুয়া মিরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি গেল নগদ অর্থসহ মিড-ডে-মিলের বাসনপত্রএই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়জানা গেছে, আজ ১৩ই ফেব্রুয়ারী সকাল ১০-৩০ নাগাদ বিদ্যালয়ের কর্মচারী সেখ হাসান দেখেন বিদ্যালয়ের প্রধান ও ভিতরের দরজার তালা খোলা

সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যাল্যের টিচার ইনচার্জ রত্না পাকরাশীকে বিষয়টি জানানটিচার ইনচার্জ দ্রুত বিদ্যালয়ে এসে সবকিছু দেখে হতবাক হয়ে পড়েনএবং তিনি বিষয়টি স্থানীয় সদস্যের মারফত থানায় খবর দেনডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেনবিদ্যালয়ের টিচার ইনচার্জ রত্না পাকরাশী জানান, প্রায় তিন থেকে চার হাজার টাকা ও মিড-ডে-মিলের বাসনপত্র খোয়া গেছে

________________________

 সাংগ্রামিক দেখুন অনলাইনেঃ সাবস্ক্রাইব করুন

_______________________

 

 

Post a Comment

0 Comments