অমলেন্দু ঘোষ, ডানকুনিঃ হুগলীর ভাদুয়া মিরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি গেল নগদ অর্থসহ মিড-ডে-মিলের বাসনপত্র। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে, আজ ১৩ই ফেব্রুয়ারী সকাল ১০-৩০ নাগাদ বিদ্যালয়ের কর্মচারী সেখ হাসান দেখেন বিদ্যালয়ের প্রধান ও ভিতরের দরজার তালা খোলা।
সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যাল্যের টিচার ইনচার্জ রত্না পাকরাশীকে বিষয়টি জানান। টিচার ইনচার্জ দ্রুত বিদ্যালয়ে এসে সবকিছু দেখে হতবাক হয়ে পড়েন। এবং তিনি বিষয়টি স্থানীয় সদস্যের মারফত থানায় খবর দেন। ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। বিদ্যালয়ের টিচার ইনচার্জ রত্না পাকরাশী জানান, প্রায় তিন থেকে চার হাজার টাকা ও মিড-ডে-মিলের বাসনপত্র খোয়া গেছে।
________________________
সাংগ্রামিক দেখুন অনলাইনেঃ সাবস্ক্রাইব করুন
_______________________
0 Comments