এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

হুগলিতে লিবারেশনের প্রতিবাদ দিবস।

বরুন গুহ, হুগলিঃ মোদী সরকারের চূড়ান্ত অপদার্থতায় রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মাত্রা ছাড়া মূল্যবৃদ্ধি, জীবনদায়ী ওষুধ সহ চিকিৎসা সরঞ্জামের উপর জিএসটি চাপানো, রেশনের সাথে আধার কার্ড লিঙ্ক করার জবরদস্তি এবং এই রাজ্য থেকে

ছবিঃ নিজস্ব

সেইলের আর.এম ডিভিশন সরিয়ে নেওয়ার ইত্যাদি সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ২২ শে জুন মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেয় নকশালপন্থী সংগঠন সিপিআই (এম-এল) লিবারেশন। হুগলি জেলার বিভিন্ন জায়গায় চলে এই প্রতিবাদ। হিন্দমোটর বিপিন ভিলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে পার্টির উত্তরপাড়া থানা এরিয়া কমিটি। হুগলির জেলা সদর চুঁচুড়ায় ঘড়ির মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা সংগঠিত হয়। পান্ডুয়ার গরুহাট বাজার সংলগ্ন পেট্রোল পাম্পে প্রতিবাদী অবস্থান করেন সংগঠনের ক র্মী ও সমর্থকরা। ধনিয়াখালি বাজার থেকে পেট্রোল পাম্প পর্যন্ত মিছিল সংগঠিত হয়।

Post a Comment

0 Comments