এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

বাঁশবেরিয়ায় ৭ বছরের শিশুকে অপহরণ করে খুন, গ্রেফতার এক।

 বরুণ গুহ, হুগলীঃ মায়ের সাথে প্রতিবেশী যুবকের অবৈধ সম্পর্কের কথা জেনে গিয়েছিল বছর সাতেকের শিশুটি।যার জেরে খুন হতে হলো তাকে। ঘটনাটি ঘটেছে হুগলীর বাঁশবেরিয়ার চুরি মহল্লায়। মঙ্গলবার রাতে বছর সাতেকের একটি শিশুর মৃতদেহ উদ্ধার হয় চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল চুনি মিঞার ঘাটে। পুলিশ সুত্রে খবর, চলতি মাসের ২৫ তারিখ মগরা থানায় বাঁশবেড়িয়ার একটি শিশু অপহরনের মামলা হয়। সেই মামলাতেই মগরা থানার পুলিশ তদন্তে নেমে রাজু আনসারি নামে এক যুবককে হাওড়ার সাকরাইল থেকে গ্রেফতার করে। 

গ্রেফতার অভিযুক্ত রাজু আনসারী। ইনসেটে মৃত শিশু সেখ রমজান।
 

স্থানীয় সূত্রে জানা গেছে,বাঁশবেরিয়ার বাসিন্দা শবনম বিবি গ্যাঞ্জেস জুট মিলে কাজ করতেন।তার স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছেন।সাত বছরের পূত্র সন্তানকে নিয়েই বাঁশবেরিয়ার বাড়িতেই থাকতেন শবনম।প্রতিবেশী রাজু আনসারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।২৫শে জুলাই রাজু, রমজানকে খেলার অছিলায় ডেকে নিয়ে যায়। কিন্তু তারপর থেকে আর রমজানের খোঁজ মেলেনি। বেপাত্তা হয়ে যায় রাজুও।বাঁশবেরিয়ার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন শবনম। তদন্তে নেমে পুলিশ হাওড়ার সাকরাইল থেকে রাজু আনসারীকে গ্রেপ্তার করে।


রাজুকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে, মগরায় অপহরন হওয়া ওই শিশুর মা শবনমের সাথে রাজুর অবৈধ সম্পর্ক ছিলো। ওই শিশু কোনওভাবে তাঁর মায়ের সাথে রাজুর অবৈধ সম্পর্কের কথা জানতে পারে। তাই রাজুই প্রমান লোপাটের জন্য শবনমের ৭বছরের পুত্র সেখ রমজানকে প্রথমে খেলা করার নাম করে অপহরন করে ও পরে শ্বাসরোধ করে খুন করে চুঁচুড়া চুনি মিঞার ঘাটের পাশে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যায়। মঙ্গলবার রাতে মগরা থানার পুলিশ চুঁচুড়া থানার সাথে যোগাযোগ করে অভিযুক্ত রাজুকে নিয়ে এসে ঘটনাস্থল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।শিশুটির শরীরে পচন ধরেছিল।

 


 গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

 

নানান খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

 

Post a Comment

0 Comments