এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম মুর্শিদাবাদের রুমানা সুলতানা ; সংবর্ধনা জানালো SFI।

নিজস্ব প্রতিনিধিঃ আজ  প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর মোট পরীক্ষার্থী ৮,১৯,২০২ জন। পাশ করেছে ৭,৯৯,৮৮জন। পাশের হার ৯৭.৭০%। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে তাক লাগিয়ে দিয়েছে মুর্শিদাবাদের রুমানা সুলতানা। 

 

ছবি- সৌজন্যে- Left front daily

৫০০ র মধ্যে তার প্রাপ্ত নাম্বার ৪৯৯। মুর্শিদাবাদের কান্দির রাজা মনিন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী সে। তার সাফল্যে খুশি অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষিকারাও। উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে রুমানা। মুর্শিদাবাদ কে গর্বিত করেছে তার নজরকারা সাফল্য। ভারতের ছাত্র ফেডারেশন (এস.এফ.আই) কান্দি লোকাল কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে রুমানাকে। কামনা করা  হয়েছে তার উজ্জ্বল ভবিষ্যতের।

ছবি- সৌজন্যে- Left front daily

®
নানান খবরে নিয়মিত আপডেট পাওয়ার জন্য সাংগ্রামিক অনলাইন চ্যানেল টি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল Click here for Subscribe 

Post a Comment

0 Comments