এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

৪ বছরেও নিয়োগ হলো না! হুগলিতে ব্লক আশা ফ্যাসিলেটর পদে নিয়োগ কবে হবে?

  


৪ বছরেও নিয়োগ হলো না!  আমার বয়স ২৬ থেকে বেড়ে হল ৩০ বছর। অথচ আজ ও নিয়োগই না। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে হুগলীতে ব্লক আশা ফ্যাসিলিটেটর (বি.এ.এফ)পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন সি.এম.ও.এইচ, হুগলী। যার বিজ্ঞপ্তি নং ডি.এইচ.এফ.ডব্লউ,এস/৫৮৯১,  তারিখ-২১.০৯.২০১৭।


হুগলির শ্রীরামপুর, চন্দননগর, ও আরামবাগ চারটি সাব-ডিভিশনে মোট ১৫ জন বি.এ.এফ অর্থাৎ ব্লক আশা ফ্যাসিলিটেটর নিয়োগের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে। ফর্ম ফিলাপ হয় ২৯.৯.২০১৭ থেকে ১৮.১০.২০১৭ পর্যন্ত।  ফর্ম ফিলাপের জন্য সাধারণ প্রার্থীদের থেকে ১০০ টাকা ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫০ টাকা ফি নেওয়া হয়। 



আমি একজন প্রার্থী হিসাবে আবেদন করি। কিন্তু দুঃখের বিষয়, আমার সেই আবেদনই সাড়। আজও  সেই নিয়োগ হলো না।  চার বছর পর ঠিক বিধানসভা নির্বাচনের মুখে মুখে তড়িঘড়ি করে শ্রীরামপুর সাব ডিভিশনে ২৪ ও ২৫ জানুয়ারী ২০২১ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হয়। ভোট মিটেছে!  আর কোন খবর নেই! তারপর আবারও সাত মাস অতিক্রান্ত  হলো, এখনো নিয়োগ হলো না। উল্লেখ্য, অন্যান্য সাব-ডিভিশনে পরীক্ষা, নিয়োগ হয়েছে কিনা  জানি না। এ যেন নিয়োগের নামে বেকার ছেলেমেয়েদের সঙ্গে এক “অদ্ভুত খেলা”! কয়েকবার হুগলি জেলা স্বাস্থ্য আধিকারিকের অফিসে গিয়ে  জানতে পারি, “অফিসার ট্রান্সফার হওয়ার কারনেই” নাকি  নিয়োগ হয়নি! নিয়োগ কবে হবে? আদৌ হবে কিনা জানি না! 

এবিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য  মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, হুগলীর মাননীয় জেলা শাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিক  সহ উর্দ্ধোতন কর্তৃপক্ষের কাছে  আর্জি রাখলাম।

 

সেখ আজিজ আহমেদ, হুগলি

 


 

Post a Comment

0 Comments