এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

বেগমপুরে 'জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস' পালন করলো সাইন্স সোসাইটি।

নিজস্ব প্রতিনিধিঃ  ২০১৩ সালের ২০ আগষ্ট। মহারাষ্ট্রে দুষ্কৃতিদের হাতে নিহত হয়েছিলেন যুক্তিবাদী আন্দোলনের সৈনিক ডঃ নরেন্দ্র দাভোলকর। তাঁর মৃত্যুর দিনটিকে স্মরণে রেখেই  আজ দেশজুড়ে পালিত হলো "জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস"।

ছবিঃ বেগমপুর সাইন্স সোসাইটি। 

 হুগলির চন্ডিতলার বেগমপুরে সাইন্স সোসাইটির উদ্যোগে গুরুত্বসহকারে পালন করা হল দিনটি। বেগমপুর প্রতীক্ষালয়ে সকালে হয় বিভিন্ন  অনুষ্ঠান।

 

উপস্থিত ছিলেন বেগমপুর সাইন্স সোসাইটির সম্পাদক কুনাল লাহা, সোসাইটির সভাপতি প্রসাদ লাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গেছে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হয় ডঃ নরেন্দ্র দাভোল করকে। শ্রদ্ধা নিবেদন করেন সাইন্স সোসাইটির সদস্যরা।


 বিজ্ঞান মনস্কতার প্রসারের জন্য সাধারণ মানুষের মধ্যে প্রচার করে বেগমপুর সাইন্স সোসাইটি।

Post a Comment

0 Comments