এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

চন্ডিতলা ২ বিডিও কে ডেপুটেশন দিল বামফ্রন্ট।

নিজস্ব প্রতিনিধিঃ  সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে পথে নামলো বামফ্রন্ট। আজ ৩১ শে আগষ্ট  ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) চন্ডিতলা ২ এড়িয়া কমিটি সকলের জন্য ভ্যাক্সিনেশনের দাবিতে চন্ডিতলা ২


বিডিও-র কাছে ডেপুটেশন দেয়। ভ্যাক্সিন নিয়ে দলবাজি- দুর্নীতি ও হয়রানী বন্ধ করতে হবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে ইত্যাদি নানান দাবিতে তারা বিডিও কে ডেপুটেশন দেন বলে সূত্রের খবর। ডেপুটেশন শেষে চন্ডিতলা চৌমাথায় হয় বিক্ষোভ সভা। উপস্থিত ছিলেন চন্ডিতলা ২ এড়িয়া কমিটির সম্পাদক জগন্নাত ঘোষ, কমরেড সুজাতা বিশ্বাস, অভিজিৎ অধিকারী, রজতাভ রায় সহ নেতৃবিন্দ। পার্টি কর্মী ও সমর্থকদের ভীর ছিল চোখে পড়ার মতো।এদিনের বিক্ষোভ  সভায় সভাপতিত্ব করেন কমঃ জগন্নাত ঘোষ। 


এদিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের জনস্বার্থ বিরোধী নীতির তিব্র  সমালোচনা করেন কমঃ রজতাভ রায়।

Post a Comment

0 Comments