এস. আজিজ আহমেদঃ করোনার জেরে গত দুবছর বন্ধ ছিল মেলা। তবে এবছর যথাযথ কোভিড স্বাস্থ্যবিধি মেনেই ডানকুনি খেলার মাঠে ২৫শে ডিসেম্বর ২০২১ থেকে ২রা জানুয়ারী ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে একবিংশতম ডানকুনি বইমেলা। রকমারী বইয়ের স্টল যেমন রয়েছে, তেমনি রয়েছে বিনোদনের নানান আয়োজন। তবে এবারের মেলায় নতুন মাত্রা যোগ করেছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরীটি, হুগলীর আইনি সচেতনতা শিবির। সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতার পাঠ দিচ্ছে ডালসা-র প্যারা লিগ্যাল ভলান্টিয়ারস(পি.এল.ভি)রা। সকলের জন্য ন্যায়বিচারের বার্তা পৌচ্ছে দিচ্ছে পি.এল.ভি সন্দীপন, বেবী, প্রসুনরা। বিলি করছে লিফলেট। আইনি বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে বিনামূল্যে বিলি করছে “প্রাথমিক আইনি শিক্ষা”র বই।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭শে ডিসেম্বর ডানকুনি বইমেলায় “আইনি সচেতনতা” শিবির পরিদর্শন করলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরীটি, হুগলীর সন্মাননীয় সেক্রেটারী শর্মিষ্ঠা ঘোষ। ছিলেন সাহানা মেনন, সিদ্ধার্থ বাবু সহ আরও অনেকে। ডানকুনি বইমেলা কমিটির তরফে প্রত্যেককে ফুল, মিষ্ঠি ও শাল দিয়ে বরণ করা হয়। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরীটি, হুগলীর সেক্রেটারী শর্মিষ্ঠা ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, সকলের কাছে বিনামুল্যে আইনি পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি ডালসার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহল করেন।
ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরীটির পি.এল.ভি সন্দীপন বলেন, “এ বছরই আমরা ডানকুনি বইমেলায় প্রথম আইনি বিষয়ে সচেতনতা শিবির করছি। কারা, কিভাবে বিনামুল্যে আইনি পরিষেবা পাবেন সে বিষয়ে আমরা মানুষকে সচেতণ করছি”। আইনি সচেতনতা শিবিরকে ঘিরে ভীর জমে যায় আমজনতার। ডালসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। মেলায় আগত সেখ পাপ্পু বলেন, “খুব ভালো উদ্যোগ। সাধারণ মানুষ এতে খুবই উপকৃত হবে”।
0 Comments