এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

হুগলীর শ্রীরামপুরে জাতীয় লোক আদালত।

নিজস্ব প্রতিনিধিঃ হুগলী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সমগ্র জেলা জুড়ে সংগঠিত হল জাতীয় লোক আদালত। হুগলীর শ্রীরামপুরে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্রে ১২ই মার্চ শনিবার লোক আদালতের আয়োজন করা হয়। আদালতে বহুদিনের জমে থাকা মামলা, ব্যংক, ফাইন্যান্স সংক্রান্ত মামলার ফায়সালা বা আপসরফা করার চেষ্ঠা করা হয় লোক আদালতের মাধ্যমে। 

শ্রীরামপুরে জাতীয় লোক আদালতের একটি বেঞ্চ। ছবিঃ নিজস্ব

মূলতঃ ১৩ টি বেঞ্চে ২৫৫৮টি মামলা উঠে। মাননীয় বিচারপতি, আইনজীবী ও সমাজ কর্মীদের উপস্থিতিতে ২১৯৪টি মামলার ফায়সালা করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, এম.ভি.আর, এন.জি.আর, এম.এ.সি.সি, বিদ্যুতের বিষয় ইত্যাদির মতো বিচারধীন মামলা লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বিভিন্ন ব্যঙ্ক ও বি.এস.এন.এল সংক্রান্ত প্রাক মোকাদ্দমা মামলাও নিষ্পত্তি করা হয়েছে এদিনের লোক আদালতের মাধ্যমে। মোট ৩.৫৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।উপস্থিত ছিলেন হুগলি জেলা আদালতের মাননীয় বিচারক অরূপ বসু, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, হুগলীর সেক্রেটারী শর্মিষ্ঠা ঘোষ সহ বহু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। নালসা-র নির্দেশানুসারে ‘বিচারকদের উপর জাতীয় লোক আদালতের’ প্রভাব সম্পর্কে জানার জন্য লোক আদালতের সময় উপস্থিত ছিলেন আইনের ছাত্ররাও।  

Post a Comment

0 Comments