এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

ধনিয়াখালী জামে মসজিদে জেকেরের মজলিস।

 শেখ সিরাজ.--১৩ই জুলাই, বৃহস্পতিবার, বাদ মগরেব ধনিয়াখালী জামে মসজিদে জমিয়তে উলামায়ে বাংলার ধনিয়াখালী থানা কমিটির ব্যবস্থাপনায় এক ভাব গম্ভীর পরিবেশে আত্মীক উন্নয়নের উদ্দেশ্যে ৪০তম বার্ষিক তালিমে জেকেরের মজলিস অনুষ্ঠিত হয়। 


উক্ত মজলিসে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফুরফুরা শরীফের পীর মহঃ ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব । 

তিনি বলেন, মানুষ নামাজ পড়ছে চুরিও করছে, হিংসা করছে, অহংকার-তাকব্বরি করছে, মিথ্যা কথা বলছে, পরের সম্পত্তি নিজ নামে রেকর্ড করাচ্ছে। তাই আল্লাহর নবী (সঃ) বলেছেন, "এমন অনেক নামাজী আছে, যারা সারা রাত জেগে নামাজ পড়ে, তাদের রাত জাগাই সার।  এমন অনেক রোজাদার আছে, যারা সারা দিন শুকিয়ে থাকে, তাদের  শুকনোই সার"। মুখ্য কারন হল আল্লাহর ডর-ভয় নাই। অন্তরে আল্লাহর ডর-ভয় প্রতিষ্ঠা করতে হলে আত্মশুদ্ধি করতে হবে। আল্লাহ বলেছেন, ''যে আত্মশুদ্ধি করেছে সে সফলকাম হয়েছে"। আত্মশুদ্ধি করলে অন্তরে জমে থাকা  অহংকার, হিংসা, পরশ্রীকাতরতা, তাকব্বরি দুর হয়, অন্তরে আল্লাহর ডর-ভয় প্রতিষ্ঠা হয় এবং আল্লাহর মহব্বত হাসিল হয়। এই আত্মশুদ্ধি করতে হলে তরিকতের জেকের করতে হবে। জাহেরি এলম শিক্ষা করা যেমন ফরজ, তেমনি বাতেনী এলম শিক্ষা করাও ফরজ। উক্ত মজলিসে আগত আধ্যাত্মিক জ্ঞান পিপাসু ব্যাক্তিদের জেকেরের প্রশিক্ষণ দেন। 

জেকেরের মজলিসে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধনিয়াখালী জামে মসজিদের পেশ ইমাম মৌলানা কুতুবউদ্দিন মোল্লা, হাজীপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছোরমান মল্লিক, আলহাজ্ব আব্দুল করীম, ফুরফুরা দরবার শরীফের হাফেজ মহঃ শরীফউদ্দিন, গেঁটেগড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সেখ সামসের আলী ফুরফুরা সিলসিলার একনিষ্ঠ কর্মী সেখ আব্দুল রউফ প্রমুখ।

Post a Comment

0 Comments