এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

চুঁচুড়াতে বার্ষিক সাধারন সভা| Sangramik Online

শেখ সিরাজ (হুগলী): ১২ সেপ্টেম্বর মঙ্গলবার পেনশনার্স অ্যাসোসিয়েশন অফ পাবলিক লাইব্রেরী স্টাফ হুগলী জেলার দ্বিতীয় বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হলো চুঁচুড়া গ্রন্থাগার কর্মী সমবায় ভবনে। অনুষ্ঠানে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংগঠনের সম্পাদক শরদিন্দু ভুঁইয়া।১০ জন পেনশনার্স অ্যাসোসিয়েশনের অবসরপ্রাপ্ত গ্রন্থাগার কর্মী আলোচনা করেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখর সিংহরায়।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কল্যানী দাস।দক্ষতার সঙ্গে সংগীত পরিবেশন করেন অমিতাভ চৌধুরী, সুপ্রিয়া চক্রবর্তী, কল্যানী দাস, ভূপেন্দ্রনাথ দাস সহ আরও অনেকে।

স্বরচিত কবিতা পাঠ করেন শেখ সিরাজ , শেখর সিংহরায়, প্রত্যুষ চক্রবর্তী, সুমিত্রা ভুঁইয়া প্রমুখ। স্বাগত ভাষণ দেন শরদিন্দু ভুঁইয়া, অসিত চক্রবর্তী, নিখিল গোস্বামী,অমিত দত্ত প্রমুখ। মোট ৪০ জন পেনশনার্স অ্যাসোসিয়েশন অফ পাবলিক লাইব্রেরী স্টাফ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখর সিংহরায় ও নিখিল বন্ধু গোস্বামী।

Post a Comment

0 Comments