এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

ধনিয়াখালীতে "সুরসপ্তকের" উচ্চাঙ্গসংগীত সন্ধ্যা।

সেখ সিরাজ,ধনিয়াখালী,১৩ই জানুয়ারী -- ধনিয়াখালী মিশ্রতলায় সুরসপ্তকের পরিচালনায় এক মনোজ্ঞ উচ্চাঙ্গসংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো। 



এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গ বিভূষণ পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, পন্ডিত হিরন্ময় মিত্র, সমীরণ গাঙ্গুলী,শুভায়ন গাঙ্গুলী,পিউ নন্দী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পন্ডিত রশিদ খান মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন এবং রশিদ খান ও জ্ঞানপ্রকাশ ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কণ্ঠ সঙ্গীত শিল্পী পিউ নন্দী উচ্চাঙ্গসংগীত পরিবেশন করেন। সেতারে যুগলবন্দিতে সকলের মন ভরিয়ে দেন পিতা ও পুত্র সমীরণ গাঙ্গুলী, শুভায়ন গাঙ্গুলী। এরপর মঞ্চে প্রবেশ করেন বঙ্গ বিভূষন পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁকে সকলে পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নেন। তাঁকে সুরসপ্তকের পক্ষ থেকে সন্মাননা জ্ঞাপন করা হয়। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুপ গঙ্গোপাধ্যায়। পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় বিভিন্ন ঘরানার এবং তাঁর সৃষ্ট নানা ধরনের তবলার বোলবাণী সহযোগে আমাদের সকল শ্রোতাকে মুগ্ধ করে দেন। এই মনোজ্ঞ অনুষ্ঠানটির আয়োজন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন সুরসপ্তকে সমস্ত সদস্য বৃন্দ এবং সর্বোপরি পার্থ মল্লিক মহাশয়।

Post a Comment

0 Comments