এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

ঘণ্টা বাজিয়ে গুড়াপ বইমেলার উদ্বোধনl Sangramik Online


নিজস্ব প্রতিনিধি:- ১৯ জুন বুধবার হুগলী জেলার ধনিয়াখালি ব্লকের গুড়াপ রমণীকান্ত ইনস্টিটিউট এবং গুড়াপ সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলা ১২ টা নাগাদ প্রথম বর্ষ ঘণ্টা বাজিয়ে অভিনবভাবে গুড়াপ বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান ডঃ সুরঞ্জন মিদ্দে।ওইদিন আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে ডঃ সুরঞ্জন মিদ্দে ছাড়াও সভাপতিত্ব করেন গুড়াপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব মিশ্র।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গল্পকার সেখ আব্দুল মান্নান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীতোষ চন্দ, গুড়াপ সুরেন্দ্র স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক ও সাহিত্যিক জারিফুল হক,সোমনাথ মিত্র প্রমুখ। মেলা ১৯এ জুন থেকে ২২এ জুন পর্যন্ত দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আনন্দ প্রকাশন, দেশ প্রকাশন, রেনেসাঁ প্রকাশন,প্রভা প্রকাশন, মান্না প্রকাশন,অধ্যয়ন পাবলিকেশনের সাথে স্থানীয় কবি,লেখকদের প্রকাশিত পুস্তক ও পত্রিকা সমূহ প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে এই বইমেলায়।


প্রথম দিন  দুপুর ৩ টে থেকে অনুষ্ঠিত কবি কন্ঠে কবিতার অনুষ্ঠানে প্রায় ২৫ জন কবি স্বরচিত কবিতা পাঠ,গান ও বক্তব্য রাখেন।

কবি সম্মেলনে সভাপতিত্ব করেন গুড়াপ ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মহীতোষ চন্দ।প্রধান অতিথি ছিলেন গল্পকার স্বপন কুমার হালদার।

স্বরচিত কবিতা পাঠ করেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,নৌশাদ মল্লিক, সুফি রফিক উল ইসলাম,সুলেখা চৌধূরী,বন্দনা মালিক,স্বপন হালদার, জারিফুল হক (গল্প) ,তারাপদ ধল,অর্ণব চক্রবর্তী,সুব্রত মিত্র,জাফর ইকবাল, শুভ্রা ঘোষ দে,আয়ূশী ধাড়া ,অমিয়া বন্দ্যোপাধ্যায়,শরৎচন্দ্র মালিক সহ আরও অনেকে।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চলনা করেন জারিফুল হক।

Post a Comment

0 Comments