এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

কলকাতার নলিনী গুহ সভা গৃহে লেখনি সাহিত্য পরিষদের মনোজ্ঞ অনুষ্ঠান|

নিজস্ব প্রতিনিধি:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৯ অক্টোবর শনিবার কলকাতার সেন্ট্রাল এভিনিউ এর নলিনী গুহ সভা গৃহে লেখনি সাহিত্য পরিষদের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এক ঝাঁক কবি, ছড়াকার,গল্পকার ,সাহিত্যিক , সাংবাদিক সহ পশ্চিমবাংলার ও বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান।প্রদীপ প্রজ্জ্বলন এবং বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেনের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংবাদিক ও কবি বরুণ কুমার চক্রবর্তী , জনপ্রিয় সংবাদিক ও কবি শেখ সিরাজ ,সাহিত্যিক ও কবি সুশান্ত ঘোষ প্রমুখ।বিশিষ্ট অতিথিদের ছাড়াও মোট ৩৯ জন কবি ও লেখকদের উত্তরীয় ,মেডেল ,সনদ ও মূল্যবান বই ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে কবিতা ,আবৃত্তি, সঙ্গীত,শ্রুতিনাটক ইত্যাদি পরিবেশিত হয়।এদিন আয়োজিত সুন্দর একটি অনুষ্ঠানে লেখনি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক রজনীকান্ত দাসের পরিচালনায় অমলেশ কুমার ঘোষের তিনটি বই স্নেহলতা কাব্যগ্রন্থ, ধামরাই শুনছো ,লেখনি সাহিত্য পরিষদের জন্মদিনে ' স্মরণিকা ২০২৪' আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।পত্রিকার মোড়ক উম্মোচন করেন এদিনের সম্মানীয় অতিথিরা।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালন করেন বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন।

Post a Comment

0 Comments