এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশ।

শেখ সিরাজ :- ৬ অক্টোবর রবিবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার  শারদীয়া পত্রিকা গোধূলির অর্ঘ্য ২০২৪। প্রদীপ প্রজ্জ্বলনের  পর  উদ্বোধনী  সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি বীরেশচন্দ্র ঘোষ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন  বিশিষ্ট  সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে  উপস্থিত ছিলেন গোধূলির মন্থন সাহিত্য  পত্রিকার মুখ্য উপদেষ্টা দেবনারায়ন দাস, আনন্দম পত্রিকার সম্পাদক হারাধন ভট্টাচার্য, পত্রিকার সম্পাদিকা শুভ্রা দে,ডক্টর সহদেব দলুই,সুব্রত দেব রায়, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, নীলরতন কুন্ডু সহ আরো অনেকে। পত্রিকার সম্পাদিকা শুভ্রা দে সহ সম্মানীয় অতিথিগন আনুষ্ঠানিকভাবে পত্রিকার মোড়ক উন্মোচন করেন। 

শান্তি রঞ্জন ভট্টাচার্য স্মৃতি সম্মান  প্রদান করা হয় পত্রিকার বর্ষীয়াণ সভাপতি বীরেশ চন্দ্র ঘোষ ও কলমের সাহিত্য সম্মাননা প্রদান করা হয় পত্রিকার সম্পাদিকা শুভ্রা দে কে। এছাড়া আঠাশ জন গুণিজন দের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মোট ১৬০ জন কবিদের উত্তরীয় শারদ সম্মান ও মেমেনটো বই ও পুষ্প স্তবক অন্যান্য উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। 

গোধূলির মন্থন সাহিত্য  পত্রিকার জন্মদিন নিয়ে লেখা সেরা সাতজন কবিকে পুরস্কার দেয়া হয়। স্বরচিত কবিতা পাঠ করেন নাসিরা বেগম, শেখ সিরাজ, নীলরতন কুন্ডু এবং আরো অনেকে।অনুষ্ঠানে সুন্দর ও সুরেলা কন্ঠে সংগীত পরিবেশনে শিশু শিল্পী রুচিরা ঘোষ। এবং নৃত্য শিল্পী সানিয়া ইয়াসমিন এবং কাকলী ভট্টাচার্য মৈত্র সকল দর্শক শ্রোতাকে মুগ্ধ করেন।স মগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন অরুপ কুমার  দাস ও সঞ্জীব দত্ত।

Post a Comment

0 Comments