শেখ সিরাজ,হুগলী :-* শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ৭ অক্টোবর সোমবার ছোটদের ' প্রকাশনার উদ্যোগে ছোটদের ' কচিপাতা ' পূজাবার্ষিকী সংখ্যা ( শারদ সংখ্যা) ২০২৪ এবং ' আমাদের রবীন্দ্রনাথ ছড়া সংকলন ' আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক তপন কুমার দাস।প্রধান অতিথির আসন অলংকৃত করেন ' সুখবর ' পত্রিকার সম্পাদক শমীক স্বপন ঘোষ।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র, শিশু সাহিত্যিক তরুণ কান্তি বারিক, পত্রিকার প্রধান সম্পাদক সমর পাল,পত্রিকার নির্বাহী সম্পাদক হাননান আহসান ,সংবাদিক ও কবি প্রদীপ আচার্য সহ আরও অনেকে।প্রকাশনার পক্ষ থেকে ছোটদের কচিপাতা পুরস্কার দেওয়া হয় শিশু সাহিত্যিক সনৎ কুমার মিত্র, তারাশংকর চক্রবর্তী ,নির্মলেন্দু শাখারু এবং চিত্রশিল্পী শংকর বসাককে।ওইদিন আয়োজিত অনুষ্ঠানে কথা, গানে,বক্তৃতায়, সাহিত্য আলোচনা,সংবর্ধনা জ্ঞাপন ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছিলেন কবি ও সাহিত্যিক সুখেন্দু মজুমদার, শান্তিব্রত চট্টোপাধ্যায় , শেখ সিরাজ,অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় , দেবাশিস হাজরা, অর্চনা ঘোষ,চন্দন আচার্য ,বিজন মজুমদার, কমলাকান্ত সেন,প্রবীর রঞ্জন মন্ডল, গোবিন্দ মন্ডল সহ আরো অনেকে।অনুষ্ঠান সঞ্চালন করেন বিশিষ্ট কবি ও ছড়াকার হাননান আহসান ও শান্তিব্রত চট্টোপাধ্যায়।
_____________°°°__________________________________
0 Comments