নিজস্ব প্রতিনিধি : হুগলি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DLSA) চুচুড়া জেলা সংশোধনাগারে একটি বিশেষ আইন সচেতনতা শিবিরের আয়োজন করে। এই শিবিরটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে সংশোধনাগারের বন্দিরাই মূলত পরিবেশনা করেন।
এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রীমতী অলকানন্দা রায়। জেলা ও দায়রা বিচারক-সহ DLSA-র চেয়ারম্যান শ্রী শান্তনু ঝা ও DLSA-র সম্পাদক শ্রীমতী মানালী সামন্ত এই কর্মসূচির পরিকল্পনা ও তদারকি করেন।
চুচুড়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা 'আরোগ্য' বন্দিদের সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করে। অনুষ্ঠানে বন্দিরা একটি নাটক পরিবেশন করেন, যা সকলের প্রশংসা কুড়োয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিচারক শ্রী সঞ্জয় শর্মা, শ্রী মানবেন্দ্রনাথ সরকার এবং দেওয়ানি আদালতের বিচারক শ্রী অভিষেক মান্না, শ্রীমতী প্রজ্ঞামিতা সেন সরকার, শ্রীমতী সায়ন্তনী দে তরফদার ও শ্রীমতী শিউলি দে।
এই সচেতনতা শিবির বন্দিদের মধ্যে আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখে।
________________________________________________
__________________বিজ্ঞাপন _____________________
0 Comments