শেখ সিরাজ:- 20 এপ্রিল রবিবার ভদ্রেশ্বর তেলিনী পাড়ায় 'সামাজিকতা'-র ব্যবস্থাপনায় সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যিক প্রয়াত শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ৯৭ তম জন্মবার্ষিকী স্মরণ অনুষ্ঠান ও হুগলি জেলার বিশিষ্ট সাহিত্যিক সেবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল তেলিনীপাড়া অন্নপূর্ণা পুস্তকাগারে।
নজরুল ইসলাম ও শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রদীপ চট্টোপাধ্যায় | সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাব্রতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় | সামাজিকতার পক্ষ থেকে হুগলি জেলার ধনিয়াখালির কেশবপুরের প্রখ্যাত শিশু সাহিত্যিক রনজিত হালদার, হুগলি জেলার বিশিষ্ট সাহিত্যি পত্রিকা আম আদমীর সম্পাদক করুণাময় বিশ্বাস,বিশিষ্ট গল্পকার শ্রীমতি সুতপা ভট্টাচার্য চক্রবর্তী,বিশিষ্ট প্রাবন্ধিক শুভাংশু কুমার রায় কে সম্মাননা জ্ঞাপন ও পুরস্কৃত করা হয়। বিশিষ্ট অধ্যাপক,সমাজসেবী ও সাহিত্যিক শংকর বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত কুমার রায় , সংস্থার সম্পাদক শেখ নসরৎ আলি ,অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ও সুতপা ভট্টাচার্য চক্রবর্তী সহ আরও অনেকে | অনুষ্ঠানে হুগলি জেলা ও নজরুল ইসলাম সম্পর্কে প্রাণবন্ত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক অতনু কুমার বসু | এছাড়া নজরুলের কবিতা আবৃত্তি করেন সব্যসাচী দাশগুপ্ত |সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শেখ নসরত আলি |
0 Comments