শেখ সিরাজ:- বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২০ সেপ্টেম্বর শনিবার কলকাতার সেন্ট্রাল এভিনিউ - এর নলিনী গুহ সভা গৃহে লেখনি সাহিত্য পরিষদের পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এক ঝাঁক কবি, ছড়াকার,গল্পকার,সাহিত্যিক , সাংবাদিক সহ পশ্চিমবাংলা ,বাংলাদেশ ও ত্রিপুরার বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠিত হয় ' পত্রিকা প্রকাশ' ও মনোজ্ঞ অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে সম্মানীয় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী,সাহিত্যিক ও কবি সুশান্ত ঘোষ, জনপ্রিয় সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন, ড: রাহুল সাহানা,মৃগনানন্দ মন্ডল,হাফিজুর রহমান,দীপিকা হালদার(বাংলাদেশ)প্রমুখ বিশিষ্ট অতিথিদের ছাড়াও মোট ৬০ জন কবি ও লেখকদের উত্তরীয় ,মেডেল,সনদ ও মূল্যবান বই ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি,সঙ্গীত,শ্রুতিনাটক ইত্যাদি পরিবেশিত হয়।এদিন আয়োজিত সুন্দর একটি অনুষ্ঠানে লেখনি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক রজনীকান্ত দাসের পরিচালনায় প্রধান উপদেষ্টা অমলেশ কুমার ঘোষের সম্পাদনায় ' স্বপ্ন উড়ান ' ২০২৫ স্মরণিকা,নিষ্পাপ প্রেমের কথা ও 'কলম চাষী ' তিনটি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।পত্রিকার মোড়ক উন্মোচন করেন এদিনের সম্মানীয় অতিথিরা।মোট ২৬০ জন কবি ও লেখকরা উপস্থিত ছিলেন।২১ সেপ্টেম্বর রবিবার পবিত্র মহালয়াতে ও লেখনি সাহিত্য পরিষদের কবি সম্মেলন ,গুণীজন সংবর্ধনা ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠিত হবে নলিনী গুহ সভা গৃহে।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী মুনমুন চক্রবর্তী সেন।
0 Comments