এক ঝলকে

10/recent/ticker-posts

Advertisement

8844

'কচি পাতার ' শারদ সংখ্যা, ও ছড়া - কবিতায় ভ্রমণ সংকলন আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান*

 শেখ সিরাজ:- শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ২১ সেপ্টেম্বর রবিবার পবিত্র মহালয়ার দিন ছোটদের প্রকাশনার উদ্যোগে ছোটদের ' কচি পাতা ' পূজা বার্ষিকী সংখ্যা ( শারদ সংখ্যা ২০২৫) এবং ছড়া কবিতায় ভ্রমণ সংকলন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কথা সাহিত্যিক অর্চনা ঘোষ।

সম্মানীয় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক রাহুল দাশগুপ্ত,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: বরেন্দু মন্ডল,পত্রিকার প্রধান সম্পাদক সমর পাল,পত্রিকার নির্বাহী সম্পাদক হাননান আহসান ,রূপক চট্টরাজ ,সুখেন্দু মজুমদার সহ আরও অনেকে। প্রকাশনার পক্ষ থেকে ছোটদের কচিপাতা পুরস্কার দেওয়া হয়,শিশু সাহিত্যিক বিনয়েন্দ্র কিশোর দাস,অপূর্ব কুমার কুন্ডু ,সিরাজুল ইসলাম ও চিত্রশিল্পী পার্থ মৈত্রকে । ওইদিন আয়োজিত কথা ,গানে, বক্তৃতায়, সাহিত্য আলোচনা ,সংবর্ধনা জ্ঞাপন ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে।রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে কবিতা পাঠ করেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,রত্না গাঙ্গুলী,চন্দন আচার্য,বিজন মজুমদার ,সুদিন গোলদার,তাপসী মজুমদার,সাবিরুল হক, শান্তিব্রত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালন করেন বিশিষ্ট কবি ও ছড়াকার হাননান আহসান ও শান্তিব্রত চট্টোপাধ্যায়।



Post a Comment

0 Comments